হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, খুলনা, ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) : বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.আ.) এর পবিত্র জন্মদিবস ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে খুলনায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা ও জামিয়্যাতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশ।
মিছিলটি সকাল ৯টায় খুলনা রয়েল চত্বর থেকে শুরু হয়ে ফকিরঘাট মোড় হয়ে ঘুরে দাকবাংলা মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এতে খুলনার বিভিন্ন স্থান থেকে শিয়া ও সুন্নি উভয় মাজহাবের আলেম-ওলামা, শিক্ষার্থী, তরুণ-যুবকসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক সাইয়েদ ইব্রাহিম খলিল রাজাভী। তিনি বলেন, “রাসূলুল্লাহ (সা.আ.) সমগ্র মানবজাতির জন্য রহমত। তাঁর আদর্শে উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্ব নিহিত আছে।”
এছাড়া বক্তব্য রাখেন জামিয়্যাতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশের সভাপতি ইব্রাহিম ফয়জুল্লাহ। তিনি বলেন, “ঐক্যের মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি পায়। শিয়া-সুন্নি ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে প্রিয় নবীর পতাকার নিচে একত্রিত হতে হবে।”
আনন্দ মিছিলে তরুণদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। “নারায়ে রেসালাত – ইয়া রাসূলল্লাহ (সা.আ.)”, “প্রিয় নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম” ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।
অনুষ্ঠানটি ইসলামী ভ্রাতৃত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রিয় নবীর (সা.আ.) শিক্ষা বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
আপনার কমেন্ট